অপুরুপ সুন্দর্যের আরেক নাম চারমাথা বটতলা
অপুরুপ সুন্দর্যের আরেক নাম চারমাথা বটতলা, অসম্ভব একটা প্রাকৃতিক সৌন্দর্য এখানে, সুন্দর্যের জলাভূমি ও মনোরম পরিবেশ, বর্ষার সময়ে দৃষ্টিনন্দন পর্যটক কেন্দ্রে পরিণত হয় এই স্থান, দূর দুরান্তের শত শত পর্যটক এর আনাগোনা এখানে, চারপাশে যেদিকেই তাকাবেন প্রাকৃতিক দৃশ্যে আপনার চোখ জুড়িয়ে যেতে বাধ্য এবং উন্মুক্ত বাতাসে আপনার জীবনের সম্পূর্ণ ক্লান্তিকে মুছে দিবে এই মনোমুগ্ধকর পরিবেশ,
কোভিদ 19 করনা ভাইরাসের কারণে আপনি এবং আপনার পরিবার পরিজন ছোট বাচ্চারা ঘর বন্দী হয়ে একটু হলেও প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, আমি বলব আপনার পরিবার-পরিজনদের নিয়ে ছোট বাচ্চাদের নিয়ে কিছু সময় এই প্রকৃতির মাঝে ঘুরে যান তাদের মনের যে অপূর্ণতা রয়েছে আশা করি তা একটু হলেও পূর্ণতা পাবে, আপনি কিভাবে আসবেন এখানে, নাটোর ভবানীগঞ্জ মোড় থেকে থেকে আপনি যেকোন অটো কিংবা সিএনজি কে যদি বলেন আমি চারমাথা বটতলা যাব, আপনার সর্বোচ্চ ভাড়া 30 থেকে 40 টাকা নিতে পারে ।
কোভিদ 19 করনা ভাইরাসের কারণে আপনি এবং আপনার পরিবার পরিজন ছোট বাচ্চারা ঘর বন্দী হয়ে একটু হলেও প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, আমি বলব আপনার পরিবার-পরিজনদের নিয়ে ছোট বাচ্চাদের নিয়ে কিছু সময় এই প্রকৃতির মাঝে ঘুরে যান তাদের মনের যে অপূর্ণতা রয়েছে আশা করি তা একটু হলেও পূর্ণতা পাবে, আপনি কিভাবে আসবেন এখানে, নাটোর ভবানীগঞ্জ মোড় থেকে থেকে আপনি যেকোন অটো কিংবা সিএনজি কে যদি বলেন আমি চারমাথা বটতলা যাব, আপনার সর্বোচ্চ ভাড়া 30 থেকে 40 টাকা নিতে পারে ।



No comments