ঐতিহাসিক মুহূর্ত, অম্বালা এয়ারবেসে অবতরণ করল গর্বের রাফায়েল

ভারতের মাটি ছুঁয়ে ফেলল রাফায়েল যুদ্ধবিমান। চূড়ান্ত সতর্কতার মধ্যে নির্ধারিত সময়ে অম্বালায় অবতরণ করল ৫টি রাফায়েল। আম্বালা বায়ুসেনা ঘাঁটিতে পৌঁছতেই তাঁদের ‘ওয়াটার স্যালুট’ জানানো হয়, বায়ুসেনা প্রধান আর কে এস ভাদোরিয়ার উপস্থিতিতেই এই অনুষ্ঠান হয়।

এদিন দুপুর ১২টা নাগাদ ভারতীয় আকাশসীমায় প্রবেশ করে পাঁচটি রাফায়েল যুদ্ধবিমান। তারপর আইএনএস কলকাতার সঙ্গে কথোপকথন হয় রাফায়েল পাইলটদের। তাতে আইএনএস কলকাতার তরফে বলা হয়, ‘গরিমার সঙ্গে আকাশ ছুঁয়ে ফেলুন। অবতরণের জন্য শুভেচ্ছা।

প্রত্যুত্তরে রাফালের তরফে বলা হয়, ‘ডেল্টা ৬৩, শুভকামনা এবং শুভ শিকার। প্রতিরক্ষামন্ত্রীর কার্যালয়ের তরফেও জানানো হয় স্যালুট। এক টুইট বার্তায় জানানো হয় যে, ‘ভারতের আকাশসীমায় প্রবেশ করেছে পাখিরা। আম্বালায় অবতরণের জন্য শুভেচ্ছা।’ এর কিছুক্ষণ পরেই আম্বালা এয়ারবেসে অবতরণ করে গর্বের এই যুদ্ধবিমানগুলি।

দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার পরে ভারতের কাছে এল বহুপ্রতীক্ষিত রাফায়েল। ৭,৩৬৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই ফাইটার জেটগুলি এসে পৌঁছবে। ৩৬টি সুপারসোনিক ওমনিরোল কমব্যাট এয়ারক্রাফটের মধ্যে এই ৫টি ফাইটার জেট প্রথম পর্যায়ে পাঠানো হচ্ছে। এখনও পর্যন্ত ১২ জন ভারতীয় বায়ুসেনার পাইলট রাফায়েল চালানোর প্রশিক্ষণ নিতে পেরেছেন।

ভারত ও ফ্রান্সের চুক্তি অনুসারে মোট ৩৬টি ফাইটার জেট হাতে পাবে ভারত। ফলে ৩৬জন বায়ুসেনা পাইলটকে রাফায়েল চালানোর প্রশিক্ষণ নিতে হবে। এর মধ্য়ে বেশিরভাগ পাইলটকেই ফ্রান্সে গিয়ে প্রশিক্ষণ নিতে হবে বলে খবর। কয়েকজনকে ভারতে প্রশিক্ষণ নিতে হবে।


জানা গিয়েছে, ফ্রান্স যে পাঁচটি যুদ্ধবিমান ভারতে পাঠাচ্ছে সেগুলি পুরো সমরাস্ত্রে ঠাসা বলে জানা যাচ্ছে। অর্থাৎ মিসাইল আগে থেকেই লাগানো থাকছে। অত্যাধুনিক মিসাইল বসানো থাকছে। প্রায় ১৫০ কিমি দূরে থাকা যে কোনও শত্রু যুদ্ধবিমানকে মুহূর্তে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে এই মিসাইলগুলি। ভারত-চিন সংঘাতের পরিস্থিতিতে পুরোপুরি যুদ্ধের জন্যে প্রস্তুত করেই রাফায়েলগুলি পাঠানো হচ্ছে।

No comments

Powered by Blogger.