পাকিস্তানে ধর্ম অবমাননায় অভিযুক্ত ব্যক্তিকে আদালতেই গুলি করে হত্যা



পাকিস্তানে ধর্ম অবমাননার অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তিকে আদালতেই গুলি করে হত্যা করা হয়েছে। ঐ হামলাকারীকে পুলিশ গ্রেফতার করেছে। সে দোষও স্বীকার করেছে। বুধবার পেশোয়ারের আদালতে এই হামলার ঘটনা ঘটে। আদালতে শুনানির মধ্যেই তাহির আহমেদকে গুলি করা হয়। খবর: আলজাজিরা।

আদালতে উপস্থিত এক আইনজীবী বলেন, হামলাকারী প্রথমেই বলে, তাহির আহমেদ আহমাদী গোষ্ঠীর। তাকে কালেমা তাইয়্যেবা পড়তে বলা হয়। এরপরই গুলি চালানো হয়। তাকে লক্ষ্য করে ছয়টি গুলি করা হয়। ২০১৮ সালে গ্রেফতারের পর থেকে পুলিশের হেফাজতে ছিল তাহির আহমেদ। তার বিরুদ্ধে অভিযোগ সে নিজেকে নবী দাবি করেছিল।

No comments

Powered by Blogger.