কোটি টাকার হেরোইনসহ কাউন্সিলর গ্রেপ্তার

 

কোটি টাকার হেরোইনসহ রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোফাজ্জল হোসেন মোফাকে (৫৭) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার (২১ আগস্ট) র‌্যাব-৫ এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, রাজশাহীর মোল্লাপাড়া র‌্যাব ক্যাম্পের একটি দল সকালে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ি এলাকায় অভিযান চালিয়ে এক কেজি ৩০০ গ্রাম হেরোইনসহ কাউন্সিলর মোফাজ্জল হোসেন মোফাকে গ্রেপ্তার করে। এ হেরোইনের বাজার মূল্য কোটি টাকার ঊর্ধ্বে। 

গ্রেপ্তারেরর পর সকালেই তাকে গোদাগাড়ী থানায় সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। তিনি পুলিশের সোর্স হিসেবে হিসেবে কাজ করতেন। তার দাপটে আতঙ্কে থাকতো এলাকার মানুষ। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানায় র‍্যাব

No comments

Powered by Blogger.