২৪ ঘণ্টায় করোনায় ২২১১ জন আক্রান্ত


 দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২২১১ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে তিন লাখ ছয় হাজার ৭৯৪ জনে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে মারা গেছেন ৪৭ জন। ফলে মোট মারা গেলেন চার হাজার ১৭৪ জন।

আজ শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯১টি আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১৩ হাজার ৯৭৭টি নমুনা সংগ্রহ করা হয় এবং ১৩ হাজার ৭৪১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ১৪ হাজার ১২৬- এ

No comments

Powered by Blogger.