সরকারের বিরুদ্ধে এবার লড়াই হব বাঁচা-মরার : ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসল আলমগীর বলেছেন, গণতন্ত্রে ফেরার জ ইস্পাত কঠিন ঐক্য নিয়ে আন্দোল নামতে হবে। আমরা এখন যে সংগ্র করছি, যে লড়াই করছি —সেটা আমাদ বাঁচা-মরার লড়াই, এটা আমাদের অস্তিত্বের লড়াই, আমাদের স্বাধীনতসার্বভৌমত্বের লড়াই।
আমরা জানি যে, এই সংগ্রাম খুব কঠিন। স লড়াইয়ে আমাদের জয়ী হতে হবে। সেজ আমাদের এখন যেটা প্রয়োজন সেটা হচ্ ইস্পাত কঠিন ঐক্য। একদিকে আমাদ বিএনপির ঐক্য, সহযোগী ও অ সংগঠনগুলোর ঐক্য এবং অন্যদিকে এক জাতীয় ঐক্য।
গতকাল শুক্রবার বিকালে এক ভার্চুয় আলোচনা সভায় বিএনপি মহাসচিব এক বলেন। জাতীয়তাবাদী দলের চিকিৎ সংগঠন ‘ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশ-ড্যাব’এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই ভার্চুয় আলোচনা সভা হয়। অনুষ্ঠানে ড্যাবের ও প্রামাণ্য চিত্র উপস্থাপন করা হয়।
ড্যাবের সভাপতি ডা. হারুন আল রশিদ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যা আব্দুস সালাম ও সিনিয়র সহসভাপতি আব সেলিমের পরিচালনায় আলোচনা সভ বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দক মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জম উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্ রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খ আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহম ইকবাল হাসান মাহমুদ টুকু, সিনিয়র যু মহাসচিব রুহুল কবির রিজভী এবং ড্যাব সাবেক সভাপতি অধ্যাপক এ কে আজিজুল হকসহ বিভিন্ন জেল চিকিৎসকরা যুক্ত ছিলেন।


No comments