জয় ভাইয়ের নেতৃত্বে তরুণরা সোনার মানুষে পরিণত হচ্ছে : পলক

 

কোভিডে আশা দেখাচ্ছে সোনার মাটি, সোনার মানুষ। বঙ্গবন্ধুর সোনার মাটি ও সোনার মানুষই এখন আশার আলো। কোভিডে এই সোনার মাটির এক ইঞ্চি বাদ না দিয়ে সোনার ফসল ফলিয়েছেন কৃষকেরা। ফলে এই মহামারিতে কাউকেই না খেয়ে থাকতে হয়নি। আর ডিজিটাল বাংলাদেশ বিনির্মােণে প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সুদক্ষ নেতৃত্বে দেশের তরুণরা সোনার মানুষে পরিণত হয়েছে। ইতোমধ্যেই দেশে তৈরি হয়েছে ১০ লাখ আইটি দক্ষ জনবল। সব ক্ষেত্রেই হচ্ছে প্রযুক্তির ব্যবহার। ফলে সব কাজই সম্পন্ন হচ্ছে সুষম ভাবে। তারুণ্যের মেধা আর প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়েই উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।


মঙ্গলবার বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, সামিট টেকনোপলিশ লিমিটেড এবং অরিক্স বায়োটেক লিমিটেড এর মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে এসব কথা বলেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ  আহমেদ পলক

No comments

Powered by Blogger.