ভারতে ঢোকার চেষ্টা, ৫ অনুপ্রবেশকারীকে গুলি করে হত্যা করল বিএসএফ

 পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করায় ৫ অনুপ্রবেশকারী গুলি করে হত্যা করেছে বিএসএফ।  


শনিবার ভোরে পাঞ্জাবের তরণ তারনের কাছে এই ঘটনা ঘটে। ডাল বর্ডার আউটপোস্ট দিয়ে ওই অনুপ্রবেশকারীরা ভারতে ঢোকার চেষ্টা চালাচ্ছিল বলে জানিয়েছে বিএসএফ।


জানা গেছে, এদিন সন্দেহভাজন কয়েকজনকে অনুপ্রবেশ করতে দেখার পরই গুলি চালায় বিএসএজ সদস্যরা।


ভোর ৪ টা ৪৫ মিনিট নাগাদ সেই ঘটনা ঘটে। এখনও পর্যন্ত পাঁচটি দেহ উদ্ধার করা হয়েছে। আরও কেউ ওই দলে ছিল কিনা, তা জানতে তল্লাশি চালাচ্ছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী।


নিহতদের পরিচয় এখনও জানা যায়নি


তাদের কাছ থেকে একে ৪৭ রাইফেল উদ্ধার হয়েছে বলে জানিয়েছে বিএসএফ। সূত্র: কলকাতা২৪


No comments

Powered by Blogger.