মোটর সাইকেলের জন্য নাটোর এনএস কলেজ ছাত্রকে হত্যা
নাটোর জেলা প্রতিনিধি সূত্রে জানেন,
![]() |
শনিবার সকালে চারঘাট উপজেলার মাড়িয়া উত্তরপাড়া গ্রামের একটি কলাবাগানের পাশে সনির গলাকাটা লাশ পাওয়া যায়।
তিনি পুঠিয়ার বানেশ্বর থান্দারপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। সানি নাটোর এনএস কলেজে হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। এঘটনায় পুলিশ মাদকাসক্ত পুঠিয়ার বানেশ্বর থান্দারপাড়া গ্রামে সাকিব ও সাগর নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে। গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ মোটর সাইকেলটি উদ্ধার সম্পূর্ণ করেছে।
রোববার দুপুরে জেলার পুলিশ সুপার জানান, মাদকসেবী সাকিব ও সাগর সনির মোটরসাইকেল বিক্রি করে মাদকের টাকা জোগাড় করতেই তাকে হত্যা করে। প্রথমে তাকে ডেকে নিয়ে ফেনসিডিলের সঙ্গে সনিকে ঘুমের ওষুধ খাইয়ে দেওয়া হয়। এরপর অচেতন হয়ে পড়লে তার গলা ও হাত-পায়ের রগ কেটে নির্মমভাবে হত্যা করা হয়। এরপর পুলিশ অনুসন্ধান চালিয়ে ।
শনিবার রাতে পুলিশ চারঘাটের মৌগাছি এলাকা থেকে সাকিবকে গ্রেপ্তার করে,
সাকিবের স্বীকারোক্তি অনুযায়ী সাগরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর রোববার দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে, অপরদিকে গ্রেফতারকৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে পুঠিয়ার বানেশ্বর বাজারের একটি গ্যারেজ থেকে সানির মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে, আর সাকিবের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে মোটরসাইকেলের চাবি।


No comments