নাখালপাড়ায় নিজ অফিসে দম্পতির লাশ
রাজধানীর পশ্চিম নাখালপাড়া এক উন্নয়ন সংস্থার অফিসের ভেতর থে দুইজনের লাশ উদ্ধার করেছে পুলি শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্ করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা
তেজগাঁও থানার ওসি সালাউদ্দিন মি বলেন, ৮৫ পশ্চিম নাখালপাড়া আশা উন্ন সংস্থার অফিসের ভেতর থেকে ওই দুইজন লাশ উদ্ধার করা হয়। তারা আত্মহত্যা কর পারেন বলে প্রাথমিকভাবে ধারণা ক হচ্ছে।
জানা গেছে, স্বামী আসমত আলীর (৪৫) ল ঝুলন্ত ও স্ত্রী ফারজানার (৩২) ল মেঝেতে পড়ে ছিল। তারা সংস্থা চাকরি করতেন। তবে এখন বিস্তার জানাতে পারেনি পুলিশ।


No comments