পাশাপাশি দুই সিটেই যাত্রী বসিয়ে ৬০% বেশি ভাড়া নিচ্ছে বাসগুলো

 

করোনাভাইরাস সংক্রমণ এড়াতে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্বের কোনোটিরই তোয়াক্কা করছে না কুমিল্লার গণপরিবহনগুলো।  তাদের নজর কেবল অতিরিক্ত ৬০% ভাড়া আদায়ের দিকে।সরেজমিনে জেলার শাসনগাছা, চকবাজার এবং জাঙ্গালিয়া বাস টার্মিনালে গিয়ে এসব অভিযোগের সত্যতা পাওয়া গেছে। 

রবিবার (৯ আগস্ট) ওই বাস টার্মিনালগুলোতে গিয়ে দেখা গেছে, পাশাপাশি দুই সিটে একজন বসার নিয়ম থাকলেও সব বাসেই পাশাপাশি সিটে বসছেন দুইজন। বাসে জীবাণুনাশক স্প্রে দেওয়াসহ এবং আনুষঙ্গিক কোনো নিয়মই মানছে না পরিবহনগুলো।

এসব নিয়ে পরিবহন চালক ও যাত্রীদের মধ্যে পাল্টপাল্টি অভিযোগেরও শেষ নেই।


No comments

Powered by Blogger.