কোরবানির মাংস নিয়ে সংঘর্ষে, একজন নিহত

কোরবানির মাংস বণ্টনকে কেন্দ্র করে প্রতিপক্ষের একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩ জন।  শনিবার (০১ আগষ্ট) সন্ধ্যায় কিশোরগঞ্জের ভৈরবে এ ঘটনাটি ঘটে।


পুলিশ জানায়, শনিবার (০১ আগষ্ট) সন্ধ্যায় কোরবানির মাল্লতের মাংস কান্দিপাড়া জামে মসজিদ কমিটি বাড়ি বাড়ি পৌঁছে দেয়। এ সময় শাহ আলমের বাড়ির লোকজনের কাছে মাংস না পৌঁছানোয় মসজিদ কমিটি হোসেন, সাত্তার ও জামালের সঙ্গে কথা কাটাকাটি হয় শাহ আলমের। এক পর্যায়ে তারা দেশীয় অস্ত্র নিয়ে শাহ আলমের পরিবারে ওপর হামলা চালায়। উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে শাহ আলমসহ ৪ জন আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে শাহ আলমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার পথে মারা যান তিনি। 



No comments

Powered by Blogger.