পিপিই চুরি করে করোনায় আক্রান্ত চোর

নিজের বিপদ নিজেই ডেকে এনেছেন তিনি। তার একটা ভুলের জন্য এবার তাকে বড়সড় মাশুল গুণতে হবে। চুরির অপরাধে এমন শাস্তি পাবেন বলে তিনি হয়তো স্বপ্নেও ভাবেননি। কর্মফলের শাস্তি পেলেন হাতেনাতে। রেইনকোট ভেবে পিপিই কিট চুরি করে এবার মহাবিপদে ভারতের মহারাষ্ট্রের নাগপুরের ওই বাসিন্দা। রেইনকোট মনে করে হাসপাতাল থেকে পিপিই চুরি করে করোনায় আক্রান্ত হয়েছেন তিনি।


জি নিউজের খবরে বলা হয়েছে, নাগপুরের ওই ফল বিক্রেতা গত বুধবার (২৯ জুলাই) মদ্যপ অবস্থায় দুর্ঘটনার কবলে পড়েন। ঘটনাস্থল থেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চোট গুরুতর না হওয়ায় হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়। বাড়ি ফেরার সময় হাসপাতালে পরে থাকা একটি পিপিই চুরি করে নিয়ে যান তিনি। এরপরই স্বাস্থ্য দফতর ওই ফল বিক্রেতার সঙ্গে যোগাযোগ করেন।


তিনি জানান, পরে ওই পিপিই উদ্ধার করে জ্বালিয়ে দেয়া হয়। ফল বিক্রেতার করোনা পরীক্ষা করলে পজিটিভ আসে। ওই ফল বিক্রেতার সংস্পর্শে যারা এসেছিলেন তাদেরও করোনা টেস্ট করানো হয়। তবে তাদের কেউ আক্রান্ত হননি।

No comments

Powered by Blogger.