বিটিভি ও বেতার ভারতে সম্প্রচার হচ্ছে : তথ্যমন্ত্রী


 ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাশ বলেছেন, ভারত ও বাংলাদেশের বন্ধুত্ব অকৃত্রিম।

আজ দুপুরে সচিবালয়ে তথ্যমন্ত্রীর সাথে বিদায়ী সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি একথা জানান।

তিনি বলেন, করোনার কারণে আটকে থাকা বঙ্গবন্ধুর বায়োপিকের কাজ শিগগিরই শুরু হবে। দুই দেশ যৌথভাবে মুক্তিযুদ্ধভিত্তিক যে প্রামাণ্যচিত্র তৈরির কাজ করবে বলে সিদ্ধান্ত নিয়েছে তাও শুরু করা হবে।


তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, গত বছর থেকে বিটিভি পুরো ভারতবর্ষে ফ্রি ডিসের মাধ্যমে দেখা যাচ্ছে। একইসাথে বাংলাদেশ বেতারের অনুষ্ঠান সেখানে সম্প্রচার করা হচ্ছে বলেও জানান তিনি।


No comments

Powered by Blogger.