করোনার কবিতা

 


প্রতিঘাতে শুদ্ধতা

জ সি ম মা রু ফ

নিঃসঙ্গতা আমাকে কখনো পর্যুদস্ত করতে পারেনি
অকালের নির্দয়তা আর দুর্বিপাকের তপ্ত আগুন,
নিষ্পেষিত নীল বেদনার কাছে আমি পাথরের মতো স্বি’র,
অচল হাতে দুঃখ ছিঁড়ে ছিঁড়ে অর্জন করতে পারিনি
এক টুকরো সুখের অন্তরা।

আমাকে দেখুন, হৃদপিন্ডের স্কার্ভিতে বিপন্ন আঁধার
অথচ পরি”ছন্ন প্রেমময় সুন্দ পৃথিবীতে আমি পরাজিত নই।

 

অদৃশ্য অসুখের তান্ডবে
হা সা ন না জ মু ল

কী কঠিন দিন পাড়ি দিচ্ছি নিত্য!
প্রতিটি মুহূর্তে মৃত্যুভয়ে—
কেবলি হাঁপাচ্ছি আমরা,
অদৃশ্য অসুখের তান্ডবে লন্ডভন্ড সব;
নীরব নিকুঞ্জের মতোন
জীবনে নেমেছে চিরস্তব্ধতা যেন!
থেমেছে চঞ্চল নগর,
শহরের হাসিগুলো হয়েছে কান্নার সমুদ্র এক,
চারদিকে থমথমে পরিবেশ,
এক নব চিত্রে বদলেছে কালের আবহ
মানুষেরা লাশ হয়ে নেমেছে মিছিলে,
আমরা অবাক-অতিষ্ঠ আজ।

No comments

Powered by Blogger.