কৃষি উদ্যোক্তাদের উৎসাহ শাইখ সিরাজ
খোরপোষ কৃষি থেকে আধুনিক বাণিজ্যিক কৃষির রূপান্তর প্রক্রিয়ায় কৃষি বিজ্ঞানী, গবেষক, সম্প্রসারণবিদ ও কৃষিনীতি প্রণেতাগণ গুরুত্বপূর্ন অবদান রেখে চলেছেন। এক্ষেত্রে সবচেয়ে জরুরি কাজটি করে থাকেন দেশের অসংখ্য ছোট বড় কৃষি উদ্যোক্তা, যারা কষ্টার্জিত পুঁজি সংস্থান করে ও ঝুঁকি নিয়ে নতুন নতুন প্রযুক্তির সমাহার ঘটিয়ে বিনিয়োগ করে থাকেন।
এজন্যে তাদের অভিজ্ঞতা, উৎসাহ ও সাহস সবই দরকার। তাত্বিক জ্ঞান ও সৎ পরামর্শের সাথে সাথে ভবিষ্যত উদ্যোক্তাদের আরও বেশি প্রয়োজন আধুনিক খামার ব্যবস্থার চাক্ষুষ উদাহরণ ও বাস্তব অভিজ্ঞতা। বাংলাদেশে এ সুযোগগুলো বেশ কম।
শাইখ সিরাজ এ শূন্যতা অনেকাংশে পূরণ করে চলেছেন। প্রখ্যাত অর্থনীতিবিদ হার্ভে লিবিনস্টাইনের মতে উদ্যোক্তারা হচ্ছেন পরিবর্তনের মাধ্যম। কৃষি উদ্যোক্তাগন প্রথমে নিজেরা এ পরিবর্তনটি সাধন করেন এবং পরে অন্যদের পরিবর্তন করতে পথ দেখান। শাইখ সিরাজ এ জায়গাটিতে দীর্ঘদিন ধরে বিরামহীন ভাবে অনুঘটকের ভূমিকা পালন করে যাচ্ছেন বাণিজ্যিক খামার সংশ্লিষ্ট তার বস্তুনিষ্ঠ উদাহরণ ও মনোজ্ঞ উপস্থাপনার মাধ্যমে।
শাইখ সিরাজ তার ‘হৃদয়ে মাটি ও মানুষ’ ও ‘হৃদয়ে মাটি ও মানুষের ডাক’ অনুষ্ঠানের মাধ্যমে মাঠে ঘাটে ঘুরে ঘুরে যেখানেই নতুন কোন প্রযুক্তি বা লাভজনক কর্ম-উদ্যোগের সন্ধান পান সেখানেই ছুটে যান, ক্যামেরায় ধারণ করেন বাস্তব কর্মকা-ের চিত্র, কথা বলেন কৃষক-শ্রমিক-খামারিদের সাথে তাদের ক্ষেত খামারে দাঁড়িয়ে, তাদেরই ভাষায়।


No comments