সিংড়া উপজেলার, ৭নং লালোর ইউনিয়নের ৬নং ওয়ার্ড থেকে শুরু করে ১ওয়ার্ড পর্যন্ত
![]() |
| রাকসা পাড়া |
সিংড়া উপজেলার, নিম্নাঞ্চলের ৯০ শতাংশ বাড়িঘর দ্বিতীয়বারের মতো বন্যার প্লাবিত হয়েছে, এনিয়ে নিম্ন অঞ্চলের সকল স্তরের মানুষের মনে সার্বক্ষণিক আতঙ্ক বিরাজ করছে।
দ্বিতীয় বারের মত ভয়াবহ বন্যা যেন মরার উপর খাড়ার ঘা, এসব নিম্নাঞ্চলের ৯০ শতাংশ বাড়িঘর বন্যার পানিতে প্লাবিত এবং একাধিক মাটির ঘর পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে এ পর্যন্ত।
একাধিক মাটির ঘর পড়ে যাওয়ার ঘটনা ঘটছে তবে এসব ঘর পড়ে যাওয়ার ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায় নাই এপর্যন্ত।
![]() |
| ঢাকঢোর সাহাপাড়া |
এসব নিম্ন অঞ্চলে কিছু আশ্রয় কেন্দ্র থাকলেও সেসব থাকলেও সেসব আশ্রয় কেন্দ্র বানভাসি মানুষদের জন্য নিরাপদ নয়, আশ্রয়কেন্দ্রও আতঙ্ক বিরাজ করছে, কিছু আশ্রয়কেন্দ্র বন্যার পানিতে তলিয়ে যাওয়া সহ ভেজা মাটিতে আশ্রয়কেন্দ্র কিছু অংশ বসে যাওয়ার ঘটনা ঘটেছে।
এদিকে সাধারণ মানুষের টিকে থাকা নিয়ে যেখানে প্রশ্ন উঠেছে, সেখানে মানুষের হাঁস-মুরগি গবাদি পশু নিয়ে গলায় বিধেছে বিষের কাটা।
এসব নিম্ন অঞ্চলের মানুষের আতঙ্ক যেন কাটছেই না, অপরদিকে আবারো প্রাকৃতিক দুর্যোগ বা বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা করছেন এলাকার স্থানীয় বাসিন্দারা।
এসমস্ত নিম্ন অঞ্চলের মধ্যে সবচাইতে বিপদ গ্রস্থ অবস্থায় আছে ঢাকঢোর তিন নং ওয়ার্ডের, সোনাডাঙ্গা, গোপেন্দ্র নগর, মোহনপুর, রাকসা, ঢাকঢোর শা-পাড়া, ও দুই নং ওয়ার্ড ও এক নং ওয়ার্ডের একাধিক গ্রামের হাজার হাজার বাসিন্দারা।
এ সমস্ত এলাকায় পানিবন্দি হয়ে বিপদ গ্রস্থ অবস্থায় রয়েছেন বন্যা কবলিত অসহায় মানুষেরা, যোগাযোগের নেই কোন রকম ব্যবস্থা, এরই মধ্যেই আবার দেখা দিয়েছে বন্যাকবলিত পানিবাহিত রোগের সমস্যাও এ সমস্ত এলাকার মানুষের যেন দুর্ভোগের এলাকার মানুষের যেন দুর্ভোগের শেষ নেই।




No comments