আমিরাতের পুরুষরা পাচ্ছেন পিতৃত্বকালীন ছুটি


 বিশ্বের বিভিন্ন দেশে মহিলা চাকুরিজীবীদের জন্য মাতৃত্বকালীন ছুটি থাকলেও বিশ্বের প্রথম আরব দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রেও পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করেছে।

দেশটিতে বেসরকারি চাকরিজীবী বাবারা সন্তান জন্মের পর প্রথম ৬ মাসের মধ্যে যে কোনো ৫ দিন এই ছুটি গ্রহন করতে পারবেন এবং সেই সঙ্গে পিতৃত্বকালীন ভাতা এবং বেতনও পাবেন।

রোববার আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান পিতৃত্বকালীন এই ছুটির আদেশ জারি করেন। প্রথম আরব দেশ হিসেবে বেসরকারি খাতে পিতৃত্বকালীন এই ছুটি ঘোষণার মাধ্যমে দেশটির নেতৃত্ব আরো শক্তিশালী হওয়ার পাশাপাশি পারিবারিক স্থিতিশীলতা ও সংহতি অর্জন করবে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে বেসরকারি খাতে চাকরিজীবীরা পিতৃত্বকালীন কোনো ছুটি পেতেন না। তবে সরকারি কর্মজীবীরা সন্তান জন্মানোর প্রথম তিন দিন পিতৃত্বকালীন ছুটি ভোগ করতে পারেন। এটা এখনো পরিষ্কার নয় যে, রোববারের ওই ঘোষণার মধ্যে সরকারি চাকরিজীবীরাও অন্তর্ভুক্ত হবেন কি-না।

No comments

Powered by Blogger.