কাজী হায়াতের ‘যোগ্য সন্তান’ শান্ত-দীঘি


  •  

ঢাকাই চলচ্চিত্রের খ্যাতিমান নির্মাতা কাজী হায়াৎ। তিনি অর্ধশত চলচ্চিত্র নির্মাণ করেছেন। এবার ৫১তম চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন এই নির্মাতা। সম্প্রতি তিনি ‘যোগ্য সন্তান’ নামের নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দেন। শাপলা মিডিয়া প্রযোজিত এই সিনেমায় জুটি বাধছেন শান্ত খান ও প্রার্থনা ফরদিন দীঘি। রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেন এই নির্মাতা নিজেই।

  • আগামী ১৫ অক্টোবর থেকে এর দৃশ্যধারণ করা হবে। এরই মধ্যে এই সিনেমায় অভিনয়ের জন্য গ্রুমিং করাচ্ছেন শান্ত খান ও দীঘিকে। এ প্রসঙ্গে কাজী হায়াৎ রাইজিংবিডিকে বলেন, ‘নিজের অসুস্থতার কারণে চলচ্চিত্রে অনিয়মিত কাজ করেছি। এখন নিয়মিত হতে চাই। আমি মান্না, ডিপজল, মারুফকে চলচ্চিত্রে জায়গা করে দিয়েছি। আমি চাই শান্ত ও দীঘিকেও চলচ্চিত্রে একটা জায়গা তৈরি করে দিতে। এজন্য নতুন সিনেমা ‘যোগ্য সন্তান’-এর জন্য গ্রুমিং করাচ্ছি। আশা করছি ওরা ভালো করবে।’

    ‘প্রেম চোর’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন শান্ত খান। দীঘি ইতিমধ্যে শান্ত খানের সঙ্গে আরেকটি সিনেমার কাজ শুরু করেছেন। এছাড়া আরো পাঁচটি সিনেমার কাজ হাতে  রয়েছে দীঘির।

No comments

Powered by Blogger.