হলিউড অভিনেত্রী মা হচ্ছেন


 হলিউড অভিনেত্রী এমা রবার্টস প্রথম সন্তানের মা হতে যাচ্ছেন। আর এই আনন্দের খবর তিনি নিজেই ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে ভক্ত অনুরাগীদের জানিয়েছেন।

মূলত হলিউড অভিনেতা ও প্রেমিক গ্যারেট হেডলুন্ডের সাথে এমা তাদের প্রথম সন্তানের প্রত্যাশা করছেন। একই সাথে এমা রবার্টস নিশ্চিত করেছেন যে তাদের অনাগত প্রথম সন্তানটি ছেলে।

গত জুন মাসে প্রথম এমা রবার্টসের গর্ভাবস্থার গুঞ্জনটি সবার সামনে আসে। পরবর্তীতে তিনি নিজেও সোশ্যাল মিডিয়ায় বিষয়টি জানান। গত বছরের মার্চ মাস থেকে প্রেমের সম্পর্কে রয়েছেন এমা রবার্টস ও গ্যারেট হেডলুন্ড।
এর আগে ২০১২ সালে এমা রবার্টস বাগদান করেছিলেন ইভান পিটার্সের সাথে। কিন্তু পরবর্তীতে তা বিয়ে পর্যন্ত গড়ায়নি। নিজেদের মধ্যে মনের দূরত্ব দূর না হওয়ায় সম্পর্ক বাগদানেই আটকে থাকে। এরপর দু’জন নিজেদের থেকে সরে যান। সূত্র : ডেইলি মেইল/ফক্স নিউজ।

No comments

Powered by Blogger.