হাতিরঝিল থেকে এক ব্যক্তির বস্তাবন্দি মরদেহ উদ্ধার

 


রাজধানীর হাতিরঝিল থেকে হাত-পা বাঁধা অবস্থায় বস্তাবন্দি এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে ঝিলের রামপুরা অংশ থেকে মরদেহটি উদ্ধার হয়।

প্রতাক্ষদর্শীরা জানায়, আজ সকাল সাড়ে আটটার দিকে একটি বস্তা ভাসতে দেখে সন্দেহ হয় পরিচ্ছন্নতা কর্মীদের। বস্তাটি পাড়ে এনে মুখ খুলে ভেতরে হাত-পা বাঁধা মরদেহ দেখতে পায় কিন্তু মরদেহের মুখ ঝলসানো বলে জানায় তারা।

পরে তারা হাতিরঝিল থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তা উদ্ধার করে। এসময় মৃত ব্যক্তির জামার পকেট থেকে কক্সবাজারের বাসের টিকিট পাওয়া যায়। মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

            

No comments

Powered by Blogger.