ঈদে মিলাদুন্নবীতে মোদির শুভেচ্ছা

 

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মুসলিম সম্প্রদায়ের এ বিশেষ দিনটিতে শুক্রবার (৩০ অক্টোবর) এক টুইট বার্তায় তিনি জানান, দিনটি সবার মাঝে আরও সহানুভূতি ও ভ্রাতৃত্ববোধ বয়ে আনবে।

ভারতের প্রধানমন্ত্রী টুইটে লেখেন, ‘মিলাদুন্নবীর শুভেচ্ছা। আশা করি, দিনটি সর্বত্র আরও সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধ বয়ে আনবে। সবাই সুস্থ ও সুখী হোক, ঈদ মোবারক।’

মহানবী মুহাম্মদ (স.) এর জন্মদিন উপলক্ষে প্রতি আরবি বছরের ১২ রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠান বিশ্ব মুসলিম উম্মা ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করে থাকেন।

No comments

Powered by Blogger.