নাটোরে আরও ১২ মাদকসেবী গ্রেফতার

 

নাটোর শহরের মল্লিকহাটি এলাকায় অভিযান চালিয়ে ১০ গ্রাম গাঁজাসহ ১২ মাদকসেবীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ এর একটি দল। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

ইতিপূর্বে ওই এলাকা থেকে গত তিন মাসে পাঁচ দফায় ৯৭ মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। নতুন করে ১২ জনসহ ছয় দফায় একই এলাকা থেকে ১০৯ জনকে মাদক সেবনের দায়ে গ্রেফতার করা হলো। 

সিপিসি-২ , র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি মো. মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে শহরের মল্লিকহাটি এলাকায় অভিযান চালানো হয়।  এ সময় মাদক সেবনের সময় ১২ মাদকসেবীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি সময় ১০ গ্রাম গাঁজাসহ সেবনের উপকরণ জব্দ করা হয়।’ 

গ্রেফতারকৃতরা হলেন, মো. আব্দুল্লাহ (২২), মো. শামীম (২৮), মো. সোহেল খান (২৮), আব্দুল ওয়াদুদ (৫২), মো. জীবন হোসেন (২০), মো. লিটন হোসেন (২১), মো. রাশেদ চৌধুরী (৩৮), মো. রনি চৌধুরী (৩৫), মো. রাজু আহম্মেদ (৩৭), মো. হাবিব (২২), মো. রকি ইসলাম (২৩) এবং কৃষ্ণ সরকার (২৩)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

No comments

Powered by Blogger.