মিলাদুন্নবীর র‌্যালি থেকে ধর্ম বিদ্বেষীদের শাস্তির দাবি


 মহানবী (সা.) ও ধর্মের প্রতি বিদ্বেষ পোষণকারীদের শাস্তির আওতায় আনতে জাতিসংঘসহ সব অভিভাবক সংস্থার প্রতি আহ্বান জানিয়েছে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট। 

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মঙ্গলবার রাজধানীতে জশনে জুলুশ (শোভাযাত্রা) পরবর্তী মাহফিল থেকে সংগঠনটির নেতারা এ আহ্বান জানান।

মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া মাদ্রাসার সামনে থেকে ঈদে মিলাদুন্নবী(সা.)–এর জশনে জুলুশ বের হয়। 

হাজারো ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে র‌্যালিটি জেনেভা ক্যাম্প, আসাদগেট, মোহাম্মদপুর টাউন হল, শিয়া মসজিদ, আদাবর, শ্যামলী হয়ে পুনরায় জয়েন্ট কোয়ার্টার মাদ্রাসায় এসে শেষ হয়। 

পরে সেখানে হজরত মোহাম্মদ (সা.)-এর জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন বক্তারা।

বক্তারা বলেন, সম্প্রতি প্রিয় নবীকে (সা.) অবমাননাকর ব্যাঙ্গচিত্র প্রদর্শণের পর বিশ্ব মোড়লদের নিরবতা, ওআইসি, আরবলীগের অভিভাবহীন মানসিকতা, জাতিসংঘের খেয়ালিপনায় বিশ্ববিবেককে নাড়া দিয়েছে। 
নেতৃবৃন্দ অবিলম্বে জাতিসংঘসহ সকল অভিভাবক সংস্থাকে নবী (সা.) ও ধর্মের প্রতি বিদ্বেষপোষণকারীদের শাস্তির আওতায় আনার বিশেষ ব্যবস্থা গ্রহনের আহবান জানান।

আঞ্জুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মহসিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ সাদেক খান। 

বিশেষ অতিথি ছিলেন ২৯ নং ওয়ার্ড কাউন্সিল মো. সলিম উল্লাহ সলু, মাওলানা এহসানুল হক মোজাদ্দেদী আল-জিহাদী, মো. শহিদ উল্লাহ, মো. নুরুল ইসলাম রতন, মুহাম্মদ সিরাজুল হক, মো. মিজানুর রহমান, মো. আব্দুল মালেক বুলবুল, শোয়েবুজ্জামান চৌধুরী তুহিন, উপাধ্যক্ষ আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক, হাজী নুরুল আমিনসহ ঢাকা আঞ্জুমান ও গাউসিয়া কমিটির নেতৃবৃন্দ।

No comments

Powered by Blogger.