করোনামুক্ত হলেন পরিকল্পনামন্ত্রী

 

করোনামুক্ত হলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। হাসপাতাল ছেড়ে তিনি বাসায় ফিরেছেন।

সোমবার (২ নভেম্বর) পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শাহেদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। 

শাহেদুর রহমান জানান, করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসকের পরামর্শে গত ১৩ অক্টোবর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন মন্ত্রী। সেখানে ২০ দিন চিকিৎসাধীন ছিলেন। 

বর্তমানে শারীরিক দুর্বলতা থাকলেও কোভিড-১৯ নেগেটিভ হওয়ায় চিকিৎসকের পরামর্শে বাসায় ফিরেছেন তিনি।

No comments

Powered by Blogger.