সিংড়া উপজেলার, লালোর ইউনিয়নের, ৪ নং ওয়ার্ডে স্বাভাবিক রাস্তার দাবিতে

 

 বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা

লালোর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে শিক্ষক- শিক্ষাথী- ডাক্তার- বিভিন্ন পেশাজীবী মানুষ ও স্থানীয় বাসিন্দাদের আকুল আবেদন।

লালোর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ডাঙ্গাপাড়া গ্রামে, মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী এডঃ জুনাইদ আহমেদ পলক এমপি মহাদয়ের দেয়া উপহার সুনামধন্য ও বহু আলোচিত সরকারী চারটি পতিষ্ঠান রয়েছে, এর মধ্যে একটি প্রাথমিক বিদ্যালয়, রয়েছে একটি উচ্চ বিদ্যালয়, রয়েছে একটি পোষ্ট অফিস, রয়েছে আরো একটি দুইতলা বিশিষ্ট উপ-স্বাস্থ্য কমপ্লেক্স।

সরকারি চারটি টি ভবন এর চিত্র 
 

এই পতিষ্ঠান গুলো সহ এই গ্রামে বিশাল একটা জনগোষ্ঠীর বসবাস, এই চার সরকারী পতিষ্ঠান এবং গ্রামবাসীর একটি মাত্র সড়ক এই সড়কে প্রতিদিন গড়ে দেড় থেকে দুই হাজার মানুষের যাতায়াতে।

যাতায়াতের নেই স্বাভাবিক কোন ব্যবস্থা, চলার মত একটি সড়ক থাকলেও সড়কটি বার বার বন্যার কারণে বেহাল দশা কোথাও উঁচু নিচু কোথাও কাঁদা পানি কোথাও ভাঙ্গাচুড়া খনাখন্দে ভরা এ যেন একটা মরণফাঁদ।

মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ্ব এডঃ জুনাইদ আহমেদ পলক এমপি মহোদয়ের কাছে গ্রামবাসী সহ এই সড়কের চলাচলরত সকল পথচারীদের একটাই দাবি, মাত্র এক কিলোমিটার সড়ক দীর্ঘ মেয়াদী ও যুগউপযুগি পরিকল্পিত ভাবে তৈরি রোডের জন্য আকুল আবেদন, যেন যেকোন মৌসুমে নিরবিচ্ছিন্ন ভাবে চলাচল করতে পারে সকল পথচারীরা।


শিক্ষক- শিক্ষাথী- ডাক্তার- বিভিন্ন পেশাজীবী মানুষের ও স্থানীয় বাসিন্দাদের আবদারের খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ছুটে আসেন ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, অধ্যাপক আবুল কালাম আজাদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এস এম রুবেল হোসেন, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মোঃ হাশেম আলী ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, মোঃ জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগের আরো অনন্যা নেতাকর্মীরা এসে মানববন্ধনকারী উৎসাহিত জনতাদের সাময়িক ভাবে সান্তনা দেন, মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ্ব এডঃ জুনাইদ আহমেদ পলক এমপি মহোদয়ের কাছে এই সড়কের প্রস্তাবনা রাখবো এবং যথাসম্ভব চেষ্টা করবো এই সড়কের বাজেট পাশ  করানোর জন্য, এই বলে আবদার কারীদের আশ্বস্ত করেন, ৭নং লালোর ইউনিয়নের সম্মানিত সভাপতি, অধ্যাপক আবুল কালাম আজাদ

No comments

Powered by Blogger.