সরাইলে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল গ্রামে নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে সুমন মিয়া (৪০)নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

জানা যায়, সোমবার সকালে সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের বড়পাড়ায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সুমনের বাড়ি
নোয়াখালী জেলার লক্ষীপুরে। তার পিতার নাম মনির মিয়া। বিবাহসূত্রে সুমন পাকশিমুলে থাকতেন। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, সুমন মিয়া পাকশিমুল গ্রামের রমজান আলীর বাড়িতে নারিকেল গাছ পরিষ্কার করতে গাছে ওঠে। এসময় গাছটির পাশে থাকা পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে তার মৃত্যু হয়। খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

No comments

Powered by Blogger.