নাটোরের সিংড়া উপজেলায়, গণতন্ত্রের বিজয় দিবস পালন উপলক্ষে

 

৩০ ডিসেম্বর সমগ্র বাংলাদেশে গণতন্ত্রের বিজয় দিবস পালনের ন্যায়, স্বাস্থ্য বিধি মেনে সিংড়া উপজেলা আওয়ামী লীগের বিশাল আনন্দ র‌্যালী করা হয়।

এসময় বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় শ্লোগানে মুখরি হতে থাকে সমগ্ৰ সিংড়া শহরের প্রতিটি আনাচে কানাচে।

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে “গণতন্ত্রের বিজয় দিবস” পালন উপলক্ষে, সিংড়া উপজেলার প্রতিটি ওয়ার্ড প্রতিটি ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগের নেতাকর্মীরা ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পদচারণায় ও পৌর আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের পদচারণায় মুখরিত হতে থাকে বর্ণাঢ্য আনন্দ র‌্যালী।

এসময় র‌্যালীতে নেতৃত্ব দেন, মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী, জুনাইদ আহমেদ পলক এমপি মহাদয়, আরো উপস্থিত ছিলেন, বর্তমান সময়ের জনপ্রিয় ও গর্বিত মেয়র এবং পুনরায় পৌর নিবার্চনে'র বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মনোনীত প্রার্থী, আলহাজ্ব মোঃ জান্নাতুল ফেরদৌস ও  সিংড়া উপজেলা আওয়ামী লীগের বিশিষ্ট নেতাবর্গগন।


No comments

Powered by Blogger.