চট্টগ্রামকে ১৫৬ রানের টার্গেট দিল খুলনা

 চট্টগ্রামকে ১৫৬ রানের টার্গেট দিল খুলনা  

খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ফাইল ছবি

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে গাজী গ্রুপ চট্টগ্রামকে ১৫৬ রানের টার্গেট দিয়েছে জেমকন খুলনা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে খুলনা। দলের হয়ে সর্বোচ্চ ৭০ রান করেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

শুক্রবার বিকেল সাড়ে ৪টায় মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে জেমকন খুলনাকে ব্যাটিংয়ে পাঠান চট্টগ্রামের অধিনায়ক মোহাম্মদ মিথুন। ম্যাচের প্রথম বলেই নাহিদুল ইসলামের বলে মোসাদ্দেকের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান জহুরুল ইসলাম। দলীয় ২১ রানে ফিরে যান ইমরুল কায়েস। ব্যক্তিগত ২৫ রানে দলকে বিপদে ফেলে ফিরে যান জাকির হোসেন। ভাল কিছু করার আভাস দিলেও নিজের ইনিংসকে বড় করতে পারেনি আরিফুল হক। তিনি ২৩ বলে ২১ রান করেন।

এর পর দলকে একাই টেনে নিয়ে যান খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। শুভাগত হোম, শামিম হোসাইন ও মাশরাফি বিন মোর্ত্তজা আসা-যাওয়ার মধ্যে থাকলেও এক প্রান্ত আগলে রাখেন রিয়াদ। শেষ পর্যন্ত ৪৮ বলে ৭০ রান করে অপরাজিত থাকেন তিনি।

চট্টগ্রামের হয়ে নাহিদুল দুটি, শফিউল দুটি, মোসাদ্দেক ও মোস্তাফিজুর রহমান একটি করে উইকেট নেন।

জেমকন খুলনার একাদশ: মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, আল আমিন হোসেন, শামীম হোসেন, আরিফুল হক, শফিউল ইসলাম, শুভাগত হোম, জাকির হাসান, জহুরুল ইসলাম ও মাশরাফি মোর্ত্তজা।

গাজী গ্রুপ চট্টগ্রাম একাদশ: মোহাম্মদ মিথুন (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, লিটন দাস, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, শরিফুল ইসলাম, শামসুর রহমান, নাহিদুল ইসলাম, সৈকত আলী, নাদিফ চৌধুরী ও রাকিবুল হাসান

No comments

Powered by Blogger.