বাতিল হতে পারে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভারত সফর

করোনা সংক্রামণ বাড়ার কারণে বাতিল হতে পারে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভারত সফর। ‘ভিন্নরূপী’ করোনা ভাইরাসের সংক্রামণ ঠেকাতে ব্রিটেনের কিছু অংশে লকডাউন জারি করা হয়েছে। সংক্রামণ কমিয়ে আনতে না পারলে বাতিল হতে পারে বরিস জনসনের ভারত সফর।
ভারতীয় সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন কাউন্সিল অফ ব্রিটিশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের প্রধান। কাউন্সিল অফ ব্রিটিশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের প্রধান চাঁদ নাগপাল জানিয়েছেন, বরিস জনসনের সফর এখনও পাঁচ সপ্তাহ দেরি আছে। তা নিয়ে এখনই কিছু সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। প্রতিদিন পরিস্থিতি বদল হচ্ছে। তবে এই হারে সংক্রমণ চলতে থাকলে এই সফর সম্ভব হবে না।
২৬ জানুয়ারি অর্থাৎ ভারতের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের অনুষ্ঠানে ভরতের প্রধান অতিথি হওয়ার কথা বরিস জনসনের। তাঁকে আমন্ত্রণ জানিয়ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই আমন্ত্রণ গ্রহণও করেছেন বরিস জনসন। কিন্তু সফরের বাঁধা হয়ে দাঁড়ালো নতুন করোনা ভাইরাস।
সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে প্রতিটি দেশই। ভারতেও বাতিল হয়েছে ব্রিটেন থেকে আগত বিমানও। বিদেশ থেকে আগতদের উপর কোয়ারেন্টাইনের কড়া নিয়মবিধি চাপানো হয়েছে। ভুটানে সাতদিনের লকডাউন জারি করা হয়েছে ফের। আর এই সব ঘটনায় বছর শেষে যে স্বস্তি মিলছিল তা আপাতত উধাও। বছর শেষেও একরাশ আতঙ্ক নিয়ে ঘরবন্দি বিশ্ববাসী।

No comments