অবশেষে বিক্রি হলো মাইকেল জ্যাকসনের সেই রাজকীয় বাড়ি

 

অবশেষে বিক্রি হলো মাইকেল জ্যাকসনের সেই রাজকীয় বাড়ি
কোটি কোটি ডলার খরচ করে মাইকেল জ্যাকসন যে রাজকীয় বাড়ি বানিয়েছিলেন, সেটি ২২ মিলিয়ন ডলারে কিনে নিয়েছেন তারই এক সাবেক বন্ধু। অনেক চেষ্টার পর বাড়িটি বিক্রি হল।
মাইকেল জ্যাকসনের হঠাৎ মৃত্যুর পর ২০০৯ সাল থেকে বাড়িটি ফাঁকা পড়ে আছে। সে বছরই ২৫ জুন মাত্র ৫০ বছর বয়সে মৃত্যুবরণ করেন এই মহাতারকা। মৃত্যুর আগে এবং পরে তার বিরুদ্ধে একাধিকবার শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। 
ডেইলি মিরর বলছে, এই কলঙ্কের কারণে বাড়িটি বিক্রি হচ্ছিল না।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অলিভোস এলাকায় ২ হাজার ৭০০ একর এলাকা জুড়ে মাইকেলের এই সম্পত্তি।
দ্যা নেভারল্যান্ড র‍্যাঞ্চ নামের বাড়িটি অবশেষে কিনে নিয়েছেন তারই বন্ধু রন বার্কলে। বার্কলের একজন মুখপাত্র এই তথ্য জানিয়েছেন।
এ সংক্রান্ত রেকর্ড ও চুক্তির সঙ্গে জড়িত তিন ব্যক্তিকে উদ্ধৃত করে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, এজন্য মি. বার্কলে ২২ মিলিয়ন পাউন্ড বা দুই কোটি বিশ লাখ ডলার পরিশোধ করেছেন।
১৯৮৭ সালে জ্যাকসন নিজে ১ কোটি ৯৫ লাখ ডলারে বাড়িটি কিনেছিলেন এবং খ্যাতির চূড়ায় থাকার সময়ে এখানেই তিনি বসবাস করতেন।
তিনি এটিকে একটি বিনোদন কেন্দ্রে পরিণত করেন যার মধ্যে একটি চিড়িয়াখানাও ছিল।

No comments

Powered by Blogger.