ছুটিতে মেসি, খেলবেন না এইবারের বিপক্ষে

 

ছুটিতে মেসি, খেলবেন না এইবারের বিপক্ষে
বার্সেলোনা সুপারস্টার লিওনেল মেসিকে যারা দু'চোখে পছন্দ করেন না তারা তাকে ডাকেন 'এইবারম্যান' বলে। অর্থাৎ, লা লিগার অন্যতম দুর্বল ক্লাব এইবারের সঙ্গেই নাকি সবসময় ভয়ংকর রূপে আবির্ভূত হন মেসি!
বিষয়টা কি জেনেছেন বার্সা কোচ রোনাল্ড কোম্যানও? নইলে এইবারের বিপক্ষে ম্যাচে আর্জেন্টাইন তারকাকে রাখলেন না কেন?
বিষয়টা আসলে মোটেই অমন নয়। ক্ষুদে জাদুকরের ছুটি আরো বাড়িয়ে দিয়েছেন কোম্যান। 
রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে ম্যাচের পর ক্রিসমাসের ছুটিতে আর্জেন্টাইন পাড়ি জমান মেসি। জানা গেছে, ম্যাচের দিন ক্ষুদে জাদুকরের প্রাইভেট জেট অপেক্ষায় ছিল ভায়াদোলিদের মাঠের কাছেই। ম্যাচশেষে সোজা মাঠ থেকেই আর্জেন্টিনায় উড়াল দেন এলএমটেন। 
ক্রিসমাস উপলক্ষ্যে দলের সবাই পেয়েছেন ৪দিন ছুটি। সে হিসেবেই নিজের দেশে যাওয়ার অনুমতি পান বিশ্বসেরা ফুটবলার। কিন্তু এবার জানলেন, আরো কয়েকটা দিন সেখানে থাকতে পারবেন তিনি। 
মঙ্গলবার ঘরের মাঠ ক্যাম্প ন্যু'তে এইবারের বিপক্ষে লড়বে বার্সেলোনা। কোচের মনে হয়েছে, এই ম্যাচে দলীয় অধিনায়ককে ছাড়াও চলবে তাদের। তাই তো, ম্যাচকে সামনে রেখে শুরু হওয়া অনুশীলনে যোগ দিতে হয়নি মেসিকে।
এইবারের বিপক্ষে ম্যাচের পর বুধ ও বৃহস্পতিবার আরো ২দিনের ছুটি পাবেন বার্সা ফুটবলাররা। এরপর নতুন বছরে, ৩ জানুয়ারি হুয়েস্কার বিপক্ষে ম্যাচ খেলতে নামবে কাতালানরা। সেই ম্যাচে দলের সঙ্গে যোগ দেবেন লিও।

No comments

Powered by Blogger.