রাজধানীতে সড়ক দুর্ঘটনায় গুলশান থানার এসআই নিহত

 

রাজধানীর বিমানবন্দর এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম (৩৩) নিহত হয়েছেন। বুধবার রাত ১১টার দিকে বিমানবন্দরের পিবিএন মাঠের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। 

তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায়। তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। 

পুলিশ জানিয়েছে, বুধবার রাত ১১টার দিকে গুলশান থেকে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন এসআই কামরুল। এ সময় এপিবিএন মাঠের পশ্চিম পাশের ওই এলকায় অজ্ঞাত একটি যানবাহন তার মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলে নিহত হন।

বাচ্চু মিয়া জানান, ‘এসআই কামরুলকে ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরিতে বিভাগে আনার পরপরই তিনি মারা গেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

No comments

Powered by Blogger.