মেলবোর্নে আবারও দুই সপ্তাহের লক ডাউন

 

(ছবি- দ্যা উইকান্ড অস্ট্রেলিয়ান)

(ছবি- দ্যা উইকান্ড অস্ট্রেলিয়ান)

করোনা ভাইরাসে প্রকোপ ঠেকাতে অ্রস্ট্রেলিয়ার মেলবোর্নে আরও দুই সপ্তাহের লকডাউন বাড়ানো হয়েছে। ভিক্টোরিয়া রাজ্যের রাজধানীটি এখন করোনার সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের কেন্দ্রবিন্দু বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর ভয়েস অব আমেরিকা’র। 

রাজ্য কর্তৃপক্ষ জানায়, আগামী মাসগুলিতে নুতন সংক্রমণের হার কমলেই নিষেধাজ্ঞা শিথিল করা হবে। এ পর্যন্ত অস্ট্রেলিয়ায় মোট ২৫ হাজার মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে অন্তত ৭৫০ জনের। 

রাজ্যের প্রধানমন্ত্রী ড্যানিয়েল এন্ড্রুজ হুঁশিয়ার দিয়ে বলেছেন, ‘এসব পদক্ষেপ না নিলে রাজ্যে তৃতীয় সংক্রমণের ঢেউয়ের ঝুঁকি রয়েছে।’ 

এমএস

No comments

Powered by Blogger.