রূপচর্চায় জাদুকরী গোলাপ

 


গোলাপ ফুলকে বলা হয় ফুলের রানী । ভালবাসার মানুষদের উপহার দেওয়া হয় এ ফুল। কিন্তু গোলাপ ফুল যে শুধুই ভালবাসার মানুষ কে দেওয়া হয় এমন টা নয়। যে কাউকেই উপহার দেওয়া যায় ফুল। তবে গোলাপ ফুল শুধুই উপহারের জন্য অথবা সাজ সজ্জার জন্য নয়। রূপচর্চাতেও রয়েছে এর বহু গুনাগুণ। গোলাপের পাপড়ি দিয়ে চুল এবং ত্বক উভয়ের যত্ন নেওয়া যায়।

এমনকি গোলাপ পাপড়ি নিয়ে প্রাচীন গ্রীসের এবং রোমানের একটি কথাও প্রচলিত আছে। তারা গোলাপের পাপড়ি ব্যাবহার করতো নিজেদের গোসলের জায়গায় সুগন্ধি হিসেবে।

- গোলাপের পাপড়ি দিয়ে তৈরি গোলাপজল ত্বকে টোনার হিসেবে কাজ করে। বাইরে থেকে ঘরে ফিরে এক টুকরো তুলো গোলাপজলে ভিজিয়ে নিয়ে আলতো করে সম্পূর্ণ মুখ পরিষ্কার করে নিতে হবে। এভাবে ত্বকে জমে থাকা ময়লা, পাশাপাশি মেকআপ ভালো করে উঠে আসে।

রূপচর্চায় জাদুকরি গোলাপ পাপড়ি

No comments

Powered by Blogger.