বিমান বাহিনী প্রধানের দায়িত্ব নিলেন শেখ আব্দুল হান্নান

 

বিমান বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান। শনিবার (১২ জুন) বিকেলে তিনি বিমান বাহিনীর দায়িত্বভার গ্রহণ করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান বিমান বাহিনীর প্রধান হিসেবে তিন বছরের জন্য দায়িত্ব নিয়েছেন। বিদায়ী বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের স্থলাভিষিক্ত হলেন তিনি। আজই তাকে এয়ার মার্শাল হিসেবে পদোন্নতি দেওয়া হবে।

No comments

Powered by Blogger.