সিংড়া উপজেলার ৭নং লালোর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে চলছে গণ টিকা কার্যক্রম।
নাটোর জেলা প্রতিনিধি- আরিফুল ইসলাম সবুজ
সারাদেশের ন্যায় নাটোর জেলা সহ সিংড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণ টিকা কার্যক্রম শুরু হয়েছে।
এদিকে সিংড়া উপজেলার ৭নং লালোর ইউনিয়নে ৯টি ওয়ার্ডের প্রথম ধাপে ১-২-৩ ওয়ার্ডে আলাদা আলাদা বুথ করে ২৫ উর্দ্ধতন নারী পুরুষ উভয় ৬০০ মানুষকে, চীনের চিনোফার্মার COVID- 19 VERO CELL এর করোনা প্রতিরোধক টিকা দান শারীরিক দ্রুত্ব বজায় রেখে সম্পন্ন হয়েছে।
![]() |
| সভাপতি ও সাধারণ সম্পাদক |
বিগত সময়ে গ্রামীণ পত্যন্ত অঞ্চলের মানুষের মনে টিকা নিয়ে বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা বা বিভ্রান্ত মূলক চিন্তা ভাবনা থাকলেও, টিকা কেন্দ্রে গিয়ে দেখা যায় একেবারেই উল্টো চিত্র। টিকা নিয়ে বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা বা বিভ্রান্ত মূলক চিন্তা ভাবনা থাকলে সেসব থেকে বেরিয়ে এসে টিকা কেন্দ্রে টিকা নেয়ার জন্য উৎসাহিত মানুষের ভিড়।
![]() |
| ইউপি; চেয়ারম্যান ও সমাজ সেবক |
টিকাদান কার্যক্রম উদ্বোধনী সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান, নজরুল ইসলাম ও ইউপি সদস্য সোহাগ, মোঃ রনি, আবু বক্কর, উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, অধ্যাপক আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক, এস এম রুবেল হোসেন, লালোর ইউনিয়নের জনপ্রিয় রাজনীতিবিদ ও সমাজ সেবক একরামুল হক শুভ উপস্থিত ছিলেন ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, মকবুল হোসেন সহ উপস্থিত ছিলেন ওয়ার্ড যুবলীগ এবং ছাত্রলীগের নেতা ও কর্মীরা।
![]() |
| স্বাস্থ্য কর্মী |
টিকাদান সময়ে অতি উৎসাহের সঙ্গে কাজ করেছেন স্বাস্থ্য কর্মকর্তা ও কর্মীরা, কাজ করেছেন আনছার বাহিনীর সদস্যরা ও গ্রামপুলিশ সদস্যরা, সার্বিক সহযোগিতা করেছেন ইউনিয়ন পরিষদের কর্মরত সচিব মহোদয় সহ অন্যান্য সদস্যরা।
টিকাদান কেন্দ্রের ৩টি বুথে কাজ করেন মোট ৯জন স্বাস্থ্য কর্মী ও ৯জন সেচ্ছাসেবক কর্মীরা এবং সি এইচ পি'র কর্মীরা।
টিকাদান সময়ে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন সুপারভাইজার কামরুল ইসলাম, সেবা প্রদান করেন, স্বাস্থ্য সহকারী: মোঃ শহিদুল ইসলাম, পরিবার কল্যাণ সহকারী: আরিফা খাতুন, স্বাস্থ্য সহকারী: গৌরী রানী, উপসহকারী কমিউনিটি অফিসার নিরঞ্জন কুমার, স্বাস্থ্য সহকারী: নীল কমল দাশ, পরিবার কল্যাণ সহকারী : লিলি পারভীন।
সি এইচ পি
মোঃ জুবায়েরের হোসেন এবং মোঃ শামীম হোসেন।
সেচ্ছাসেবক- মোঃ মোর্শেদ, সানি, সুব্রত কুমার, অপূর্ব কুমার, আপন কুমার,আকাশ আরো অনন্যরা।
এসময় অতি ধর্যের সঙ্গে উৎসাহিত জনসাধারণের মাজে কাজ করেন আনছার বাহিনীর সদস্যরা, মোঃ ইসহাক কমান্ডার, মোঃ নাসির উদ্দীন সহকারী কমান্ডার, সোলাইমান আলী, আব্দুল সালাম, জয়নাল আবেদীন, বচির আলী, ফিরোজা বেগম, নার্গিস বেগম, সালমা খাতুন।
![]() |
| গ্রাম পুলিশ সদস্য |
টিকা গ্রহণ কারীদের শারীরিক দুরুত্ব বজায় রাখতে সর্বোচ্চ ভূমিকা পালন করেন গ্রামপুলিশ সদস্যরা, বাবলু কুমার সরকার- দফাদার, রঞ্জন কুমার, জামাল উদ্দিন, মোঃ আজাদ, আব্দুল সামাদ, সঞ্জয় কুমার।
টিকাদান কেম্পাইন এর সময় টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন নাটোর জেলা অতিরিক্ত মহিলা মেজেস্টে ও উপজেলা স্বাস্থ্য অফিসার ডাঃ মোঃ আমিনুল ইসলাম।






No comments