মুখ্যমন্ত্রী বিপ্লবকে গাড়িতে পিষে মারার ছক, গ্রেপ্তার ৩

 

বিজেপি শাসিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে গাড়ির ধাক্কায় পিষে ফেলার চক্রান্তের রহস্য উদ্ঘাটনে নেমছে ত্রিপুরা পুলিশ। অবাঞ্চিত এই ঘটনাটি ঘটেছে আইজেএম চৌমোহিনী এলাকায়। 

মুখ্যমন্ত্রী করোনা বিধি মানতে জারি হওয়া কারফিউ ঠিকমত পালিত হচ্ছে কিনা দেখতে সরেজমিনে পথে নেমেছিলেন। তার একটা অভ্যাস তিনি গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। সেই মত আইজেএম চৌমোহিনীতেও নেমেছিলেন। সঙ্গে ছিলেন পদস্থ পুলিশ কর্তারা। হঠাৎই একটি কালো গাড়ি প্রচণ্ড দ্রুত গতিতে ছুটে এসে বিপ্লব দেবের কান ঘেঁষে চলে যায়। কোনোরকমে ফুটপাথে লাফিয়ে উঠে প্রাণ বাঁচান বিপ্লব দেব।

পুলিশ সঙ্গে সঙ্গে গাড়িটিকে ধাওয়া করে চালকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। তাদের উচ্চপর্যায়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

কি ভাবে কালো গাড়িটি মুখ্যমন্ত্রীর কনভয়ে ঢুকলো অথবা মুখ্যমন্ত্রী রাতে কারফিউ দেখতে বেরোচ্ছেন- এ খবর কি ভাবে বাইরে গেল তাই নিয়েও তদন্ত শুরু হয়েছে। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর নিরাপত্তাও বাড়িয়ে দেয়া হয়েছে।

No comments

Powered by Blogger.