আগুনে পুড়ে ছাই কৃষকের বাড়ি শান্তির বাড়িতে এখন শুধুই অশান্তি ছায়া
সিংড়া উপজেলার: লালোর ইউনিয়নের প্রান্তিক এক কৃষকের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই কৃষক পরিবারের সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার (৮ এপ্রিল) রাত ৯টার সময় সিংড়া উপজেলার লালোর ইউনিয়নের সোনাইডাঙ্গা গ্রামের কৃষক শ্রী শান্তি তরফ এর বাড়িতে এ ঘটনা ঘটে।
শ্রী শান্তি তরফ জানান, রাতে হঠাৎ করেই ঘরে আগুন লেগে যায়।
শুক্রবার (৮ এপ্রিল) বিকেলে রান্না করার পর আর চুলা জ্বলেনি। এছাড়া বিদ্যুৎ থেকেও আগুন লাগেনি।
তবে শ্রী শান্তি তরফ ও প্রতিবেশীদের ধারণা গরুর ঘরের ব্যবহৃত মশার কয়েল থেকে লেগেছে।
তিনি বলেন, তিনটি শোবার রুম, রুমে থাকা প্রায় সব আসবাবপত্র, একটি গোয়াল ঘর, দুইটি গরু দুইটি ভেড়া ছাগল সহ রান্না ঘর পুড়ে ছাই হয়ে গেছে। পরিবারের সদস্যদের নিয়ে বর্তমানে খোলা আকাশের নীচে অবস্থান করছি।
লালোর ইউনিয়নের ইউপি সদস্য মোঃ আব্দুল কাদের বলেন, আগুনে পুড়ে ওই পরিবারের প্রায় সব কিছুই শেষ।
এমত অবস্থায় শ্রী শান্তি তরফ সহ এলাকায় বাসী, মাননীয় মন্ত্রী, জুনাইদ আহমেদ পলক এমপি মহোদয়ের ও সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ সকলের সহযোগিতা কামনা করেন।
উপস্থিত লালোর ইউপি সদস্য মোঃ আব্দুল কাদের ও এলাকার স্থানীয় লোকজন জানান। ক্ষয়ক্ষতির পরিমাণ পাঁচ লাখ টাকার মতো বলে জানতে পেরেছি।





No comments