ভারতের বিরুদ্ধে আইসিসির হস্তক্ষেপ চান ইয়ান হিলি
নাগপুর টেস্টে ইনিংস ব্যবধানে হারের দুঃসহ স্মৃতি অস্ট্রেলিয়ানদের মনে এখনো টাটকা। এত তাড়াতাড়ি ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। ভারতীয় ঘূর্ণির সামনে আড়াই দিনেই ম্যাচ হেরেছিল অস্ট্রেলিয়া। প্রথমে বাজে উইকেটের অজুহাত দিলেও তা হালে পানি পায়নি। কারণ নাগপুরের উইকেটে অস্ট্রেলিয়া ১৭৭ আর ৯১ রানে গুটিয়ে গেলেও একই উইকেটে ভারত ৪০০ রান তোলে। এবার নতুন অভিযোগ- ভারতে নাকি স্মিথ-কামিন্সদের স্পিন উইকেটে অনুশীলনের পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়নি!
বোর্ডার-গাভাস্কার ট্রফির এখনো তিনটি ম্যাচ বাকি। প্রথম টেস্ট আড়াই দিনে শেষ হওয়ায় নাগপুরের ওই স্পিনিং উইকেটে বাড়তি একটু অনুশীলন করে নিতে চেয়েছিলেন প্যাট কামিন্সরা। কিন্তু সমস্যা হলো, নাগপুরের স্থানীয় কিউরেটররা অস্ট্রেলীয়দের সেই পরিকল্পনায় বাদ সাধেন! অনুশীলন সেশনের ঘণ্টা কয়েক আগে কিউরেটররা সেই উইকেটে পানি দিয়ে ফেলেন! এতেই চটে গেছেন অস্ট্রেলিয়ার সাবেক উইকেটকিপার-ব্যাটার ইয়ান হিলি। তিনি ভারতের এমন আচরণ আইসিসির হস্তক্ষেপ চেয়েছেন!
এসইএন টিভিকে দেওয়া সাক্ষাৎকারে হিলি বলেছেন, ‘আমাদের পরিকল্পনা নষ্ট করে দেওয়াটা সত্যি হতাশাজনক। এটা ভালো নয়। ক্রিকেটের জন্য এটা ভালো নয়। এসব ক্ষেত্রে আইসিসির এগিয়ে আসা উচিত। অনুশীলন করার জন্য অনুরোধের পরও এভাবে পিচে পানি দেওয়ার বিষয়টি ভয়ংকর। এগুলো ঠিক করা প্রয়োজন। এটা কোনো খামখেয়ালি অনুশীলন ছিল না, পরিকল্পিত সেশন ছিল। আমাদের স্কোয়াডে ১৭ খেলোয়াড়। প্রত্যেকের জন্যই আলাদা আলাদা অনুশীলন পরিকল্পনা আছে। এটা ছিল পরের ম্যাচের প্রস্তুতি।’

No comments