কৃষকের বাড়ী পুড়ে ছাই, সিংড়া উপজেলার লালোর ইউনিয়নের, গোপেন্দ্র নগর
সিংড়া উপজেলার, ৭নং লালোর ইউনিয়নের ৩নং ওয়ার্ড গোপেন্দ্র নগর গ্রামের প্রান্তিক এক কৃষকের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই কৃষক পরিবারের সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৭ টা নাগাদ, সিংড়া উপজেলার, ৭নং লালোর ইউনিয়নের ৩নং ওয়ার্ড গোপেন্দ্র নগর গ্রামের কৃষক তফিজ উদ্দিননের বাড়িতে এ অগ্নকাণ্ডের ঘটনা ঘটে।
৭নং লালোর ইউনিয়নের চেয়ারম্যান একরামুল হক শুভ জাগ্রত নিউজ 24 অনলাইন অফ এশিয়াকে এক সাক্ষাৎকারে বলেন, আগুনে পুড়ে ওই পরিবারের সব কিছুই শেষ।
নাটোর জেলার ফায়ার সার্ভিসের স্টেশন ইউনিট টিম লিডার আজিম জাগ্রত নিউজ 24 অনলাইন অফ এশিয়াকে কে জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট টিম নিয়ে ঘটনাস্থলে আসি এইতিমধো এলাকার স্থানীয় জনসাারণ আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হন, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
নাটোর জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইউনিট টিম লিডার আজমীর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হয়তো বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ওই বাড়ির ইটের দেয়াল ছাড়া সব কিছুই পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক বিভিন্ন ধরনের রবি শর্শ্য ও ঘরে থাকা নগদ অর্থ সহ বিভিন্ন মালামাল মিলিয়ে বিশ লাখ টাকার মতো ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানতে পেরেছি।
হাজী তফিজ উদ্দিন জানান, সন্ধায় হঠাৎ করেই ঘরে আগুন লেগে যায়।
বুধবার (১2 এপ্রিল) বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ধারণা করছি।
তিনি বলেন, পাঁচটি রুম, রুমে থাকা সব আসবাবপত্র, একটি গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে গেছে। পরিবারের সদস্যদের নিয়ে বর্তমানে খোলা আকাশের নীচে অবস্থান করছি।
মাননীয়, তথ্য ও যগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এম পি মহাদোয়ের পক্ষ থেকে সরজমিনে পর্যবেক্ষণ করেন সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি, অ্যাড অহিদুর রহমান শেখ, সিংড়া উপজেলা আও়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক রুহুল আমিন, ললোর ইউপি চেয়ারম্যান একরামুল হক শুভ, ইউনিয়ন আয়ামীলীগের সভাপতি অধ্যাপক, আবুল কালাম আজাদ, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, রুবেল হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক, সভাপতি, মান্নান তালুকদার, ইউপি সদস্য আব্দুল কাদের সহ বিভিন্ন নেতাকর্মী তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সাময়িক সান্তনা দিয়ে চাল ডাল ও নগদ অর্থ সহ শুকনো খাবার ব্যবস্থা গ্রহণ করে পরবর্তী সময়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।








No comments