নাটোরের, নলডাঙ্গায়, লছিমন ও অটো ভ্যান মুখোুখি সংঘর্ষে অ: সেনা সদস্য নিহত।
ব্যাক্তিগত জমি জমা সঙ্কান্ত বিষয়ে নাটোরে নলডাঙ্গা উপজেলার, পিরুল ইউনিয়নের হাপানিয়া, তহসিল অফিসে যাচ্ছিলেন, সেরকোল নলডাঙ্গা মিনি বিশ্বরোডে, লছিমন ও অটো ভ্যান মুখোমুখি সংঘর্ষে ব্যাটারি চালিত অটো ভ্যানে থাকা এক যাত্রী নিহত হয়েছেন ও ভ্যান চালক গুরুতর অসুস্থ হয়ে নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ও লছিমনের চালক হেলপার পলাতক।
নিহত বেক্তি হলেন, শেখ, মোঃ শাহীন আলম (৭০) (আলম মিলিটারি) নামে সুপরিচিত, আকবর আলীর ছেলে, নিহত ব্যক্তির বাড়ি সিংড়া উপজেলার, লালোর ইউনিয়নের, ৩নং ওয়ার্ড এর উত্তর ঢাকঢোর এলাকার বাসিন্দা, তিনি অবসর প্রাপ্ত, সাবেক সেনা সদস্য, বলে জানা গেছে।
তিনি ১৫/৫/২০২৩ ইং রোজ সোমবার সকাল নয় ঘটিকায় বেক্তিগত কাজে নলডাঙ্গা উপজেলার উদ্দেশ্য বাড়ি বের হন, বাড়ী থেকে হয়ে একটি ব্যাটারি চালিত অটো ভ্যানে মাত্র ছয় কিলোমিটার দূরে গিয়ে, ওপর দিক থেকে গরু বোঝাই, বেপরোয়া গতিতে ছুটে আসা, একটি অনিবন্ধিত লাইসেন্স বিহীন সরকার উনমতি বিহিন মরণঘাতী লছিমনের সঙ্গে, মুখোমুখি সংঘর্ষ হয় এবং অটো থেকে পড়ে যায় অতঃপর লচিমনটি শাহীন আলমকে চাপা দিয়ে যায়, তাক্ষণিক শাহীন আলমের মর্মান্তিক ভাবে মৃত্যু হয়।
এসময় নলডাঙ্গা ও সিংড়া থানা পুলিশের একটি টিম যৌথ সরজমিনে গিয়ে বিষয়টি তদন্ত সম্পন্ন করে আসেন সে সময় উপস্থিত ছিলেন এলাকার বাসিন্দা ও ওয়ার্ড মেম্বার আব্দুল কাদের এবং উপস্থিত ছিলেন ৭নং লালোর ইউনিয়নের চেয়ারম্যান, জনাব, একরামুল হক শুভ।
এবং নিহিত ব্যক্তির বাড়ি সহ গ্রামবাসীর মধ্যে চলছে শোকের মাতম আহাজারি বিরাজ করছে, এলাকার স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, মোঃ শাহীন আলম খুবই আন্তরিক বিনয়ী নম্র ভদ্র একজন স্বাভাবিক জীবন যাপন করা সাদা মনের মানুষ ছিলেন, তার নিজ এলাকার বাজার ঘাট ও দোকান পাটে নিজের সদাই পাতি নিতে যে প্রয়োজন ঠিক ততক্ষণই সময় দিতেন তার প্রয়োজনের বাহিরে সে কখনোই সময়ও অপচয় করতেন না।
নলডাঙ্গা উপজেলা থেকে সিংড়া উপজেলার সেরকোল পর্যন্ত রোডটি বেশ কিছু দিন আগে মিনি বিশ্বরোডে সম্প্রসারণ করা হয়েছে, এই রোডে পতিনিহত ঘটে চলেছে এমন লোমহর্ষক মর্মান্তিক সব দুর্ঘটনা।
নিহত বেক্তি হলেন, শেখ, মোঃ শাহীন আলম (৭০) (আলম মিলিটারি) নামে সুপরিচিত, আকবর আলীর ছেলে, নিহত ব্যক্তির বাড়ি সিংড়া উপজেলার, লালোর ইউনিয়নের, ৩নং ওয়ার্ড এর উত্তর ঢাকঢোর এলাকার বাসিন্দা, তিনি অবসর প্রাপ্ত, সাবেক সেনা সদস্য, বলে জানা গেছে।
তিনি ১৫/৫/২০২৩ ইং রোজ সোমবার সকাল নয় ঘটিকায় বেক্তিগত কাজে নলডাঙ্গা উপজেলার উদ্দেশ্য বাড়ি বের হন, বাড়ী থেকে হয়ে একটি ব্যাটারি চালিত অটো ভ্যানে মাত্র ছয় কিলোমিটার দূরে গিয়ে, ওপর দিক থেকে গরু বোঝাই, বেপরোয়া গতিতে ছুটে আসা, একটি অনিবন্ধিত লাইসেন্স বিহীন সরকার উনমতি বিহিন মরণঘাতী লছিমনের সঙ্গে, মুখোমুখি সংঘর্ষ হয় এবং অটো থেকে পড়ে যায় অতঃপর লচিমনটি শাহীন আলমকে চাপা দিয়ে যায়, তাক্ষণিক শাহীন আলমের মর্মান্তিক ভাবে মৃত্যু হয়।
এসময় নলডাঙ্গা ও সিংড়া থানা পুলিশের একটি টিম যৌথ সরজমিনে গিয়ে বিষয়টি তদন্ত সম্পন্ন করে আসেন সে সময় উপস্থিত ছিলেন এলাকার বাসিন্দা ও ওয়ার্ড মেম্বার আব্দুল কাদের এবং উপস্থিত ছিলেন ৭নং লালোর ইউনিয়নের চেয়ারম্যান, জনাব, একরামুল হক শুভ।
এবং নিহিত ব্যক্তির বাড়ি সহ গ্রামবাসীর মধ্যে চলছে শোকের মাতম আহাজারি বিরাজ করছে, এলাকার স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, মোঃ শাহীন আলম খুবই আন্তরিক বিনয়ী নম্র ভদ্র একজন স্বাভাবিক জীবন যাপন করা সাদা মনের মানুষ ছিলেন, তার নিজ এলাকার বাজার ঘাট ও দোকান পাটে নিজের সদাই পাতি নিতে যে প্রয়োজন ঠিক ততক্ষণই সময় দিতেন তার প্রয়োজনের বাহিরে সে কখনোই সময়ও অপচয় করতেন না।
নলডাঙ্গা উপজেলা থেকে সিংড়া উপজেলার সেরকোল পর্যন্ত রোডটি বেশ কিছু দিন আগে মিনি বিশ্বরোডে সম্প্রসারণ করা হয়েছে, এই রোডে পতিনিহত ঘটে চলেছে এমন লোমহর্ষক মর্মান্তিক সব দুর্ঘটনা।


No comments