লালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
![]() |
আব্দুর রশিদ: লালপুর উপজেলা প্রতিনিধি// |
রাজশাহীতে সমাবেশে বিএনপি নেতা আবু সাইদ চাঁদ কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্য হত্যার হুমকির প্রতিবাদে নাটোরের লালপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ মে) বিকেলে দুড়দুড়িয়া বাজারে স্থানীয় আওয়ামীলীগ সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল বের করা হয়। এর পর মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য, শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটি বাংলাদেশ আওয়ামী লীগ এবং নাটোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য লেঃ কর্ণেল ( অবঃ) রমজান আলী রসকার। দুড়দুড়িয়া মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল হুদা, ইউপি সদস্য টিপু সুলতান,আওয়ামী লীগের প্রবীণ নেতা জলিল উদ্দিন,২নং ঈশ্বরদী তিন আওয়ামী লীগের সেক্রেটারি সাজিদুল ইসলাম,দুয়ারিয়া বঙ্গবন্ধু সৈনিক লীগ সাইদুর ইসলামসহ উপজেলা ইউনিয় ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।



No comments