প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে লালপুরে বিক্ষোভ মিছিল

আব্দুর রশিদ: লালপুর উপজেলা প্রতিনিধি//

নাটোরের লালপুরে বিএনপি নেতা আবু সাইদ চাঁদ কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্য হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৯ মে) বিকেলে উপজেলার দুড়দুড়িয়া বাজারে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ও নাটোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা লেঃ কর্ণেল (অবঃ) রমজান আলী সরকার।

এছাড়া অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য টিপু সুলতান, আওয়ামী লীগের প্রবীণ নেতা জলিল উদ্দিন, সাজিদুল ইসলাম, দুয়ারিয়া বঙ্গবন্ধু সৈনিক লীগ সাইদুর ইসলামসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.