করযোগ্য আয় না থাকলেও দিতে হতে পারে ন্যূনতম আয়কর


 করযোগ্য আয় নেই, তারপরও দিতে হতে পারে আয়কর! অন্তত ৪০ ধরনের সরকারি সেবা পেতে আয়কর রিটার্ন জমা দেওয়ার পাশাপাশি করদাতার ওপর ন্যূনতম দুই হাজার টাকা ধার্য করার আইন করার কথা ভাবছে সরকার৷


মানে, কোনো ধরনের কর পরিশোধ ছাড়া ট্যাক্স রিটার্ন দাখিলের সুযোগ নাও থাকতে পারে৷

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, নাগরিকের আয় না থাকলেও, রিটার্ন দাখিল করে ওইসব সরকারি সেবা পেতে আগামী অর্থবছর থেকে করদাতাদের ন্যূনতম দুই হাজার টাকা আয়কর দিতে হবে৷

গত অর্থবছরের শুরু থেকে সরকারি প্রায় ৩৮টি সেবা পেতে আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রমাণপত্র (স্লিপ) দাখিল বাধ্যতামূলক৷

উল্লেখ্য, বর্তমানে ব্যক্তিগত করমুক্ত আয়ের সীমা তিন লাখ টাকা৷ করমুক্ত আয়সীমার নিচে আয় হলে, বর্তমানে কোনো আয়কর জমা না দিয়েই রিটার্ন স্লিপ পাওয়া যায়৷ এমনকি আয় শূন্য হলেও রিটার্ন জমা দেওয়ার সুযোগ আছে, নতুন এই আইন কার্যকর হলে এই সুযোগ আর থাকবে না৷

No comments

Powered by Blogger.