ভাইরাল সেই শিশু শিল্পীর মৃত্যু

 


সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে টেবিল ও বেঞ্চে কয়েন ঠুকিয়ে গান গেয়ে দর্শকদের আনন্দ দিত খুদে শিল্পী সুমন শেখ (১৬)। এভাবে গান গেয়ে মানুষকে আর আনন্দ দিবে না সুমন। সোমবার (০১ মে) সন্ধ্যায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খুদে শিল্পী সুমন সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের শালুয়াভিটা গ্রামের আল-আমিন শেখের ছেলে। উল্লেখ্য, সুমন ছোটবেলায় গাছ থেকে পড়ে মাথায় আঘাত পেয়েছিল। তখন স্থানীয় পল্লী চিকিৎসক দিয়ে তার চিকিৎসা করানো হয়। সে এই কারণে বয়সের তুলনায় শারীরিকভাবে বাড়েনি। টাকার অভাবে উন্নত চিকিৎসা না করতে পারায় তখন থেকেই সে অসুস্থ ছিল।

সুমনের পিতা আল-আমিন শেখ জানান, সোমবার দুপুরে নিজ বাড়িতে সুমন অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসী বলছে স্ট্রোকের কারণে সুমনে মৃত্যু হয়েছে। রাতেই রহমতগঞ্জ কবরস্থানে জানাজা নামাজ শেষে তাকে দাফন করা হয়।  

সুমন শেখ হাতে কয়েন নিয়ে টেবিল, চেয়ার ও বেঞ্চে চাপড়িয়ে সিরাজগঞ্জসহ আশপাশের এলাকায় গান গেয়ে বেড়াতো। তার গান শুনে শ্রোতারা টাকা দিতেন। সেই টাকায় হতদরিদ্র মায়ের হাতে তুলে দিত সে। ধীরে ধীরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে থাকে সুমন। তাকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশ হয়। তবে ভাইরাল হওয়ার পরও সুমন ও তার পরিবারের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি।

স্থানীয় ইউপি সদস্য সেরাজুল ইসলাম বলেন, ‘টেবিল বা বেঞ্চে কয়েন ঠুকে গান গেয়ে দর্শকদের আনন্দ ও বিনোদন দিয়ে যে টাকা পেত তা দিয়ে দরিদ্র বাবার সংসারে সহযোগিতা হতো। অসাধারণ গানের গলা ছিল তার। তার গানে অনেকেই আনন্দ পেতেন।’ তিনি আরো বলেন, সুমনের গান ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশব্যাপী সারা ফেলে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


No comments

Powered by Blogger.