খোকসা ২৪ ঘন্টার ব্যবধানে গড়াই নদী থেকে আরো এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার
শামীম হাসান খান, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
কুষ্টিয়ার খোকসায় গড়াই নদী থেকে আরো এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
এই নিয়ে পরপর দুই দিনের দুইটি মৃতদেহ উদ্ধার করেছেন নৌ পুলিশ দুটি মৃতদেহো জবাই করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নৌ পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে ওসমানপুর ইউনিয়ন এর খানপুর দ্বিপচর এলাকার গড়াই নদী থেকে একটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় কুষ্টিয়া, অনেক চেষ্টা করেও মৃতদেহের পরিচয় জানতে না পারায় আজ দুপুরে ময়নাতদন্ত শেষে মৃত দেহটিকে কুষ্টিয়ার পৌর গোরস্থানে দাফন করা হয়।
এরই মধ্যে বুধবার দুপুরে প্রায় একই জায়গায় ভেসে ওঠে আরও একটি মৃতদেহ, পুলিশ ও স্থানীয়রা জানান , হঠাৎ করেই গড়াই নদীর পানি বাড়তে শুরু করেছে। পানি বাড়ার কারনে দুপুরের দিকে দ্বিপচর এলাকার কিছু জমি প্লাবিত হয়। এসময় নদীর চরের বালিতে পুঁতে রাখা আরো একটি মৃতদেহ ভেসে উঠলে মাছ ধরা নৌকার মাঝিরা থানা পুলিশকে খবর দেন। তারা আরো জানান মৃতদেহটির মুখ ভর্তি চাপ দাড়ি রয়েছে হাত পেছনদিক করে গামছা দিয়ে বাঁধা ছিলো এবং পরনে কালো রঙের প্যান্ট শরীরে নেভিব্লু রঙের সাদা ছোপ ছোপ জামা ছিল। তাকে জবাই করা হয়েছে বলে উল্লেখ করেন তারা।
নৌ পুলিশের সাব ইন্সপেক্টর জামাল জানান , লোকটিকে জবাই করে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। মরদেহ নষ্ট হয়ে যাওয়ার কারনে বয়স সঠিকভাবে অনুমান করা সম্ভব হয়নি তবে ৪০ বছর বয়স হবে বলে ধারনা করা হচ্ছে। এখনো পর্যন্ত মরদেহের পরিচয় জানা যায়নি। মৃতদেহের কাছ থেকে অল্প কিছু নগদ টাকা এবং একটি পিঠে ঝোলানো কাপড়ের ব্যাগ পাওয়া গেছে যার ভিতর ছিল একটি সাদা রংয়ের পাঞ্জাবি, টুপি, মেসওয়াক, এবং এক জোড়া জুতা ছিল। রাত্রি ১০.৩০ মিনিটের সময় মৃতদেহটি নৌ পুলিশ ময়নাতদন্তের জন্য উদ্ধার করে নিয়ে যায়।


No comments