বিশ্ব পরিবেশ দিবস
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ইউনিসেফ, বিশ্ব ব্যাংক, পিওর আর্থ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যৌথভাবে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর বাংলাদেশ এবং সবুজায়নের জন্য সমন্বিত দূষণ ব্যবস্থাপনা বিষয়ে একটি সেমিনার আয়োজন করে।
অনুষ্ঠানে কঠিন বর্জ্য এবং পরিবেশ দূষণের ব্যাপারে সচেতনতা বাড়ানো এবং কার্যকর সমাধান আর সমন্বিত ব্যবস্থাপনার প্রস্তাব দেওয়া। ইউনিসেফ সীসা ও অন্যান্য পরিবেশগত দূষণ এবং শিশুদের পরিবেশ জনিত স্বাস্থ্য আর অধিকার সংক্রান্ত সমস্যাগুলো তুলে ধরার জন্য সরকারকে প্রযুক্তিগত সহায়তা প্রদান করে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী এমপি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল আবদুল্লাহ হারুন, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আব্দুল হামিদ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেক, বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট, অন্যান্য প্রতিনিধি এবং কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
#WorldEnvironmentDay W/ Ministry of Environment, Forest and Climate Change, Bangladesh World Bank Bangladesh Pure Earth Bangladesh


No comments