লালপুরের বিভিন্ন স্থানে রমজান আলী সরকারের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

লালপুর (নাটোর) প্রতিনিধি


 রাজশাহীতে সমাবেশে বিএনপি নেতা আবু সাইদ চাঁদ কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্য হত্যার হুমকির প্রতিবাদে নাটোরের লালপুরে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  হয়েছে। 


রোববার (৪ জুন ) দিনব্যাপী  লালপুর,সালামপুর,বরবড়িয়া ও লোকমানপুর,  বাজারের বিভিন্ন স্থানে  স্থানীয় আওয়ামীলীগ সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 


প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও কেন্দ্রীয় সৈনিক লীগের সহ-সভাপতি লে. কর্ণেল (অবঃ) রমজান আলী সরকার।

এ সময় সফর সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা ।

No comments

Powered by Blogger.