নাটোরের সিংড়ায় গ্রামীণ ফোনের কর্মীকে মারপিট, ২ লক্ষ টাকা ছিনতাই

পারভেজ, নাটোর সদর উপজেলা প্রতিনিধি 


নাটোরের সিংড়ায় গ্রামীণ ফোনের কর্মী এজাজ মাহমুদ (৩১) কে মারপিট করে ২ লক্ষ টাকার টাকা ছিনিয়ে নিয়েছে প্রতিপক্ষরা। সে কলম ইউনিয়নের নজরপুর গ্রামের আব্দুল আজিজের পুত্র। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে সিংড়া পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। 

এ বিষয়ে নাটোর বিজ্ঞ আমলী আদালতে ৯ জনকে আসামী করে একটি মামলা করেছেন আহত এজাজের স্ত্রী তানজিলা। 

জানা যায়, গত ১ জুন রাত ৯ টার সময় এজাজ মাহমুদ  সিংড়ায় তার ভাই জহুরুল ইসলামের হজ এজেন্সি থেকে বাসায় যাবার কলম বাসস্ট্যান্ডে পুর্ব পরিকল্পনামতো মামুন, চমক, রিপনের নেতৃত্বে সংঘবদ্ধ ৮/১০ জন এজাজের উপর হামলা চালায়।  এসময় তার কাছ থেকে ২ লক্ষ টাকা ছিনিয়ে নেয় প্রতিপক্ষরা। এজাজের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আসামীরা পালিয়ে যায়। 

এজাজ মাহমুদ জানান, আমি গ্রামীণ ফোনের গুরুদাসপুর শাখার আইটি সেক্টরে কাজ করি। ছুটিতে বাসায় আসার পর সিংড়া থেকে আমার সাথে রিপন একসাথে রওয়ানা হই। এসময় রিপন পুর্ব পরিকল্পনামতো অন্যান্য আসামীদের সাথে যোগসাজশে কলম বাসস্ট্যান্ডে পৌছলে অস্ত্র নিয়ে হামলা করে।

No comments

Powered by Blogger.